PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারাদেশ

পরিবেশবান্ধব অর্থায়নে উদ্ভাবনী বিনিয়োগ প্রয়োজন

অনলাইন ডেস্ক
১ অক্টোবর ২০২৩, ৯:১৯ এএম

Link Copied!

পৃথিবীর দেশগুলোর জলবায়ু ক্ষতিকর প্রভাবের শিকারে অন্যতম বাংলাদেশ। এ ক্ষতিরোধে প্রয়োজন নতুন উদ্ভাবন ও অধিক বিনিয়োগ। মানুষের জীবন-জীবিকা, পরিবেশ রক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি কমার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন। ২০১৩ সালে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠনে সরকার নিজস্ব উৎস থেকে এ পর্যন্ত তিন হাজার ৯১৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোরও সহযোগিতা প্রয়োজন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘সাসটেইনেবল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনেতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান।

প্রধান অতিথির বক্তব্যে শরিফা খান বলেন, দেশ আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের শিকার। দেশে মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ২৯ টন। বিশ্বব্যাংকের ২০২২ সালে এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি প্রতিরোধ ব্যবস্থা জোরদার না হয় তাহলে ২০৫০ সাল নাগাদ দেশের কৃষিখাতের এক তৃতীয়াংশ কমে যাবে। একই সময়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার হবে এক কোটি ৩০ লাখ মানুষ। উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসা হারাবেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির বলেন, অগ্রসরমান অর্থনীতির জন্য সাসটেইনেবল অর্থনীতি গুরুত্বপূর্ণ। টেকসই অর্থায়নে বিভিন্ন রকম কলাকৌশল, বিনিয়োগ এবং কার্যকারিতার লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন। এর মূল উদ্দেশ্যে প্রাকৃতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

তিনি বলেন, সাইসেইনেবল ফান্ড চ্যানেল প্রজেক্টগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে। যার ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রে। এখানে করপোরেট ব্যক্তিদের ব্যবসা করা উচিত না। শুধু লাভের দিকে তাকালে হবে না।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. শামসুল হক বলেন, সবুজ অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে অর্থায়ন বাড়াতে হবে। ব্যাংকিং খাত হবে শুধু ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। এক্ষেত্রে রেগুলেটরি প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ভালুকায় জমি সংক্রান্ত জেরে খুন জখমের হুমকি

ভালুকায় যুবদল নেতার নেতৃত্বে আনন্দ র‍্যালি

গনহত্যার বিচারের দাবিতে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের অবস্থান কর্মসূচী

ভালুকায় বিএনপির অবস্থান কর্মসূচি

ভালুকায় খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভালুকায় এনজিওর নামে প্রতারণা: প্রায় তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা

ভালুকায় বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে বাস ড্রাইভার নিহত

ভালুকায় উপজেলা পরিষদের প্রথম সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ভালুকায় ওষুধের দোকানে জরিমানা

ভালুকা থানার অফিসার ফোর্সদের মাঝে ওসির ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!