বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকা পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ এবং ভালুকা উপজেলা শ্রমিক দলের ভাইস প্রেসিডেন্ট সেলিম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় ভালুকা বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি নানা স্লোগানে মুখরিত হয়ে ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কয়েকশ বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে পুরো ভালুকা চত্বর উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালি শেষে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ। তিনি বলেন—আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে, জনগণ এখন পরিবর্তন চায়। সারা দেশে বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার প্রতিচ্ছবি আজ ভালুকার মাটিতে দেখা গেল। জনগণের শক্তি আর ঐক্যই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। আমরা বিশ্বাস করি, আগামী দিনে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ হবে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র।
শ্রমিকদল নেতা সেলিম মোহাম্মদ কাদের বলেন, ভালুকার শ্রমিকরা সবসময় বিএনপির ভরসার শক্তি। আমরা গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকব।