ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ৩ টায় ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
ঈশ্বরগঞ্জ আঠারোবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ নূরুল কবির শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য এ্যাড শাহজাহান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খোকন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি, শাহ মোফাজ্জল হোসেন টিপু, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত করিম ইমন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর এলাকা থেকে আসা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।