ভালুকায় আনন্দ মোহন কলেজের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভালুকা পৌরসভার ডক্টরস ক্যাফেতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও ভালুকা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. আমির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক এম. এম. এ জামিল সরকার, আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রভাষক ও ভালুকা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলমগীর জলিল, মুমিনুন্নেসা সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুজিত কুমার দেবনাথ, মুমিনুন্নেসা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মীর মারুফ আহমেদ, ভালুকা সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার, অধ্যক্ষ এ. আর. এম. শামসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল ফারাহ মুনাদ, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌমত্ত আয়ন সুমন।
বক্তারা শিক্ষার্থীদের একতা, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন। তারা আনন্দ মোহন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।