PoribortonKantho.Com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

ভালুকায় আ’লীগ প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারী ২০২৪, ৯:২৭ এএম

Link Copied!

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচানে আ’লীগের বর্তমান সংসদ সদস্য (নৌকা প্রতীক) প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনুকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল ওয়াহেদ জয়লাভ করেছেন। গোপন ব্যালটের মাধ্যমে ৭ জানুয়ারি (রোববার) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো: আবদুল ওয়াহেদ ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট। ৩৮ হাজার ৮৬০ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী বিজয় লাভ করেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কোথাও তোমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকের হাতের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে বিরম্বনায় পড়তে হয়েছে। তাছাড়া কোন কেন্দ্রেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি। তবে নির্ধারিত সময়েই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৯ টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেন।

নির্বাচনে ১০৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৪৫.৯২% শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল ওয়াহেদ (ট্রাক প্রতীক) ৯৫ হাজার ২৮০ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।

এ নির্বাচনে ভালুকায় মোট ভোটার ছিলো তিন লাখ ৩৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৭ হাজার ৩০৭, নারী ভোটার এক লাখ, ৬৮ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন দুইজন।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ভালুকায় জমি সংক্রান্ত জেরে খুন জখমের হুমকি

ভালুকায় যুবদল নেতার নেতৃত্বে আনন্দ র‍্যালি

গনহত্যার বিচারের দাবিতে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের অবস্থান কর্মসূচী

ভালুকায় বিএনপির অবস্থান কর্মসূচি

ভালুকায় খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভালুকায় এনজিওর নামে প্রতারণা: প্রায় তিন কোটি টাকা নিয়ে লাপাত্তা

ভালুকায় বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে বাস ড্রাইভার নিহত

ভালুকায় উপজেলা পরিষদের প্রথম সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

ভালুকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ভালুকায় ওষুধের দোকানে জরিমানা

ভালুকা থানার অফিসার ফোর্সদের মাঝে ওসির ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!