দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার ও ৫ দফা দাবি বাস্তবায়নে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, ভালুকা উপজেলা শাখা। শুক্রবার বিকেলে ভালুকা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক সহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্মৃতিসৗধের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়
মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও ভালুকা আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান । এছাড়াও উপস্থিত ছিলেন, শায়েখ নজরুল ইসলাম, মুফতি ওয়াহিদুজ্জামান তানভীর কাসেমি, মাওলানা জাকারিয়া মাহমুদ ।
এ সময় হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান তার বক্তব্যে বলেন, ‘জুলাই সনদ জাতির মুক্তির সনদ। এটি উপেক্ষা করা হলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সরকারকে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি হতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সুস্পষ্ট রূপরেখা।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার শাখার নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
তারা জানান, জুলাই সনদ অবিলম্বে কার্যকর করা, আওয়ামী লীগের সহযোগী ও ভারতের আধিপত্যবাদী এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, এবং জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান নিশ্চিতকরণ। দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করা না হলে উপস্থিত নেতাকর্মীরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জানান।