সদ্য ঘোষিত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নবনির্বাচিত নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি নেতা-কর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।
এ সময় নেতারা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আনন্দ মিছিলে শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশীদ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল,সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।