PoribortonKantho.Com
ঢাকা, বুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ইলিশ ধরায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৩, ১২:৩১ পিএম

Link Copied!

মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ইতোমধ্যে জাল, নৌকা, ট্রলারসহ ইলিশ শিকারের সব সরঞ্জাম নদীতে থেকে সরিয়ে নিয়েছে জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় কোনো অসাধু জেলে যাতে নদীতে মা ইলিশ শিকার করতে না পারেন সেজন্য কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তীরে সরেজমিনে দেখা গেছে, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে ইতোমধ্যে নৌকা, ট্রলারসহ মাছ শিকারের সব উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন জেলেরা। নদীর তীরে বসে কেউ দলবল নিয়ে বসেছেন জাল বুনার কাজে, কেউ ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন।

সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের জেলে মো. আবু কালাম মাঝি জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে বুধবার সন্ধ্যায় ট্রলার, জাল ও ইলিশ শিকারের সব উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন। এছাড়াও আজ সকালে তারা ট্রলার থেকে জাল বস্তায় ভরে এবং ট্রলারের মেশিন নিয়ে বাড়ি নিয়ে গেছেন।

তারা আরও বলেন, আমরা চাই ২২ দিনের অভিযানে কোনো অসাধু জেলে যাতে নদীতে গিয়ে মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য আমরা সরকারি ও প্রশাসনের কাছে কঠোর অভিযান পরিচালনার দাবি জানাচ্ছি।

শিবপুর ইউনিয়নের লাভলু মাঝি বলেন, এ বছর ইলিশের ভরা মৌসুম ও নিষেধাজ্ঞার আগেও তারা মেঘনা-তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাননি। এখানে নিষেধাজ্ঞার ২২ দিন তাদের কিছুটা কষ্টে যাবে। তবে সরকারিভাবে তাদের জন্য ভিজিএফের চাল দ্রুত বিতরণ করলে তাদের কষ্ট কম হবে।

ভোলার ইলিশার নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, নিষেধাজ্ঞার ২২ দিন ভোলায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ে যাতে কেউ করতে না পারে সেজন্য কঠোর অভিযান পরিচালনা করবো।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি ধনু রাজধানী থেকে গ্রেপ্তার

ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে রাস্তা উদ্বোধন

ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভালুকায় স্থগিত কৃষক দল কমিটির আদেশ প্রত্যাহার

ভালুকায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

আগামীর ভালুকা : ডা. জাহেদুল ইসলাম নতুন দিগন্ত

ভালুকায় গেইটে তালা, অবরুদ্ধ ২১টি পরিবার

ভালুকায় এসএসসি’২১ ব্যাচের ইফতার মাহফিল

ভালুকায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত