ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে আওয়ামীলীগ পুনর্বাসনের প্রতিবাদে এবং কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিতরা।
১৬ ফেব্রুয়ারি বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় এতে উপস্থিত ছিলেন, তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুজন,জেলা যুবদলের সদস্য (উত্তর)মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা কৃষকদলের সভাপতি এডভোকেট রফিক উদ্দিন , উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, যুবনেতা মোশাররফ হোসেন মিলন,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম সোহাগ প্রমুখ।